বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক শুল্ক চুক্তি প্রকাশ করা হবে কেবল দুই পক্ষ রাজি হলে। শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “তথ্য অধিকার আইনের আওতায় এ চুক্তি প্রকাশ করা সম্ভব। তবে সে ক্ষেত্রে দুই দেশের সম্মতি থাকতে হবে।”
আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, এ বছর দেশে আলুর বাম্পার উৎপাদন হয়েছে। আগামী মাসে দাম সামান্য বাড়তে পারে, তবে রপ্তানিই এ সমস্যার কার্যকর সমাধান। তিনি বলেন, “আলু রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে এবং বিদেশি বাজারে চাহিদা তৈরি করা হচ্ছে। পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাজার থেকে আলু কিনবে।”
তিনি আরও বলেন, সরকার কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। বাজার ব্যবস্থাপনা, মনিটরিং টিম এবং মাঠ প্রশাসন একযোগে কাজ করছে। সব কোল্ড স্টোরেজে নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে, ফলে সিন্ডিকেট করার সুযোগ নেই।
শুক্রবার দুপুরে দুপুর ১২টা ৪৫ মিনিটে শেখ বশিরউদ্দিনের হেলিকপ্টার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।