Saturday, November 22, 2025
Homeখেলাধুলাক্রিকেটরুদ্ধশ্বাস সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস সুপার ওভারে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

সোহানের ফিফটি ও মেহেদী ঝড়ের পর রিপনের দুর্দান্ত বোলিংয়ে রুদ্ধশ্বাস জয়

রুদ্ধশ্বাস এক সেমিফাইনালে ভারতকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। শুক্রবার দোহারে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ওভারে টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত এক জয় তুলে নেয় আকবর আলীর তরুণ শিষ্যরা।

মূল ম্যাচের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান, শেষ বলে ৪। কিন্তু তারা মাত্র তিন রান নিতে সক্ষম হওয়ায় ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে বল হাতে পেয়েই চমক দেখান পেসার রিপন মন্ডল। প্রথম বলেই তিনি বোল্ড করেন জিতেশকে। পরের বলে আশুতোষ বড় শট খেলার চেষ্টা করলে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন। ফলে বাংলাদেশকে জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়।

জবাবে ব্যাট করতে নেমে ইয়াসির আলী প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু সুयश শর্মার বলে বাউন্ডারিতে ধরা পড়েন। তবে পরের বলেই ভারতীয় স্পিনার ওয়াইড দেওয়ায় বাংলাদেশের ঐতিহাসিক ফাইনাল নিশ্চিত হয়ে যায়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। ওপেনার হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। ইনিংসে ৪৩ ও ৩৩ রানের দুটি জুটি হলেও নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে রানের গতি কিছুটা কমে গিয়েছিল। তবে শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন এসএম মেহেরব। মাত্র ১৮ বলে ১টি চার ও ৬টি বিশাল ছক্কায় ২৬৬ স্ট্রাইক রেটে ৪৮ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইয়াসির আলী ৯ বলে ১৭ রানের কার্যকরী ইনিংস খেললে বাংলাদেশের সংগ্রহ শক্তিশালী অবস্থানে পৌঁছায়।

জবাবে ভারতও দুর্দান্ত লড়াই করে ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সুপার ওভারে আর পেরে ওঠেনি। এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

RELATED NEWS

Latest News