Friday, October 24, 2025
Homeখেলাধুলাক্রিকেটমিরপুরে দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

মিরপুরে দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ঘরের মাঠে আবারও আধিপত্যের প্রমাণ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এটি ছিল ২–১ ব্যবধানের জয়, যা ঘরের মাঠে দলের ধারাবাহিক আধিপত্যের আরেকটি উদাহরণ।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় তুলে নিল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানে জয়ই এখনো সর্বোচ্চ ব্যবধান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান গড়ে তোলেন ১৭৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি, যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

সাইফ ৭২ বল খেলে ৮০ রান করেন, ছয়টি চার ও ছয়টি ছক্কায় সাজানো ইনিংস। সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রান করে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। দুজনের ব্যাটে ভর করেই দল পায় শক্ত ভিত।

তাদের বিদায়ের পর তৌহিদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৪৪) ইনিংস এগিয়ে নেন। শেষ দিকে নুরুল হাসান (১৬) ও মেহেদী হাসান মিরাজ (১৭)-এর ছোট কিন্তু কার্যকর ইনিংসে বাংলাদেশ ৫০ ওভারে সংগ্রহ করে ৮ উইকেটে ২৯৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। রিশাদ হোসেন ও নাসুম আহমেদ তিনটি করে, মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। কোনো ক্যারিবীয় ব্যাটার ৩০ রানের ঘর পেরোতে পারেননি।

এই জয়ে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশ দলের জন্য এটি আত্মবিশ্বাস ফেরানোর বড় সুযোগও তৈরি করল। ঘরের মাঠে নিজেদের ঘূর্ণি শক্তি কাজে লাগিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের আরেকটি অধ্যায় যোগ হলো।

RELATED NEWS

Latest News