বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর বলেছেন, দেশের অধিকাংশ ব্যাংক অডিটের সময় সাজানো বা অসত্য তথ্য জমা দেয়।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত “অডিট ও হিসাব সম্মেলন”-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন, “একটি ব্যাংক তাদের শ্রেণিকৃত ঋণের (এনপিএল) হার ৪ শতাংশ দেখিয়েছিল, কিন্তু অডিট শেষে আমরা দেখেছি, প্রকৃত হার ৯৬ শতাংশ।”
তিনি জানান, ব্যাংকগুলোর সঠিক আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সঙ্গে যৌথভাবে কাজ করবে।
আন্তর্জাতিক এবং দেশীয় বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্বচ্ছ ও নির্ভরযোগ্য অডিট রিপোর্টের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গভর্নর।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে অডিট ও আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা এবং সততা বজায় রাখা জরুরি। সঠিক হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীরা অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং তাতে বিনিয়োগে আগ্রহ বাড়ে।
সভাপতিত্ব করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
ড. সালেহউদ্দিন আরও বলেন, “অডিট এবং হিসাব রক্ষায় স্বচ্ছতা নিশ্চিতের জন্য শুধু প্রক্রিয়া নয়, সংশ্লিষ্ট পেশাজীবীদের সততা এবং নৈতিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সম্মেলনে দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুশাসন নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।