বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহায়ক দলে নতুনভাবে যুক্ত হয়েছেন ভারতীয় বিশ্লেষক অক্ষয় হিরেমাঠ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে ২১ আগস্ট থেকে।
তিনি ইতোমধ্যেই সিলেটে দলের সঙ্গে যুক্ত হয়েছেন, যেখানে টাইগাররা আসন্ন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে।
অক্ষয় হিরেমাঠের সঙ্গে বাংলাদেশ দলের পরিচিতি নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলোয়াড় বিশ্লেষণে বিসিবির নির্বাচক প্যানেলকে সহায়তা করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তার পূর্ণকালীন দায়িত্বে রূপান্তরকে আরও সহজ করবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। এরপরই বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাবে। এসব টুর্নামেন্ট সামনে রেখে হিরেমাঠের মূল দায়িত্ব হবে প্রতিপক্ষ দলের খুঁটিনাটি বিশ্লেষণ করে কোচিং ইউনিটকে কৌশলগত পরিকল্পনা উন্নত করতে সহায়তা করা।