বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি দল সপ্তাহান্তে উত্তরার সাম্প্রতিক ফাইটার জেট দুর্ঘটনায় নিহত চারজনের কবর জিয়ারত করেছে। নিহতদের মধ্যে তিনজন মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং একজন ছিলেন শিক্ষার্থীর অভিভাবক।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশে একটি প্রতিনিধি দল শুক্রবার মেহেরপুরে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার কবর এবং কুষ্টিয়ায় নিহত অভিভাবক রোজোনি ইসলামের কবর জিয়ারত করে।
শনিবার দলটি বাগেরহাটে শিক্ষার্থী ফাতেমা আক্তারের কবর এবং ফরিদপুরে শিক্ষার্থী রাইসা মণির কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এবং সালাম জানায়।
অন্যদিকে শনিবার আরেকটি প্রতিনিধি দল রাজধানীতে নিহত শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা জানায় এবং গভীর সমবেদনা প্রকাশ করে।
বিমান বাহিনীর কর্মকর্তারা নিহতদের পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।