বাংলাদেশ ক্রিকেট দলের আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের উদ্বোধনী ম্যাচের পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনা হয়েছে মোহাম্মদ নাঈম শেখ সময়মতো সংযুক্ত আরব আমিরাতে ভিসা না পাওয়ায়।
নাঈমের অনুপস্থিতিতে পারভেজ হোসেন ইমন, যিনি সম্প্রতি শেষ হওয়া টি২০ সিরিজের স্কোয়াডের সদস্য ছিলেন কিন্তু মূলত ওডিআই সিরিজের জন্য নির্বাচিত ছিলেন না, তাকে দলের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।
অন্যান্য টি২০ স্কোয়াডের সদস্যরা পৃথকভাবে তাদের ব্যবস্থা করেছেন। শরিফুল ইসলাম পরিবারসহ সময় কাটাতে দেশে থাকছেন এবং ১০ অক্টোবর রংপুর ডিভিশনের সঙ্গে যোগ দেবেন।
নাসুম আহমেদ এবং সাইফুদ্দিন ইতিমধ্যেই টি২০ সিরিজের পর দেশে ফিরে গেছেন। সাইফুদ্দিনকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, আর নাসুম রংপুর ডিভিশনের জন্য চলমান এনসিএল টি২০ খেলতে ক্রিকেট অপারেশন থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
