জুলাই মাসের জেট দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি বাংলাদেশ বিমান বাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করেছে। বুধবার পররাষ্ট্র সেবা একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শাফিকুল আলম। তিনি বলেন, আমাদের এই সক্ষমতা আছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি পাইলটের সীমার বাইরে গিয়েছিল এবং উড্ডয়নসংক্রান্ত ত্রুটি ছিল।
শাফিকুল আলম জানান, তদন্তে মোট ৩১টি সুপারিশ করা হয়েছে এবং এর মধ্যে ১০টি সুপারিশকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগ এএফডি এর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সুপারিশসমূহসহ প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শাফিকুল আলম বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজের সঠিক বোঝাপড়ার অভাবসহ একাধিক কারণ দুর্ঘটনার পেছনে থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থার পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, রাজধানীর উত্তরা মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় ২১ জুলাইয়ের জেট দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনার পরই তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে নেওয়ার প্রস্তাবসহ কাঠামোগত ও অপারেশনাল বেশ কিছু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।
