Wednesday, July 16, 2025
Homeজাতীয়তত্ত্বাবধায়ক সরকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনার আবেদন করা হবে: বদিউল আলম মজুমদার

তত্ত্বাবধায়ক সরকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনার আবেদন করা হবে: বদিউল আলম মজুমদার

১৫তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আংশিক ফিরে এলেও পূর্ণ পুনর্বহালের জন্য আপিলের সিদ্ধান্ত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ও সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। কিন্তু হাই কোর্টের রায়ে সংশোধনীটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আংশিক ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। তবে আগের আপিল বিভাগের রায়ে ১৩তম সংশোধনী বাতিল থাকায় এটি সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আপিল করব।”

বদিউল আলম বলেন, “হাই কোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ১৫তম সংশোধনী অবৈধ। তাই এই সংশোধনীর ভিত্তিতে গঠিত সরকারও প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট। কারণ এটি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পথ খুলে দিয়েছে। যদিও ১৫তম সংশোধনী পুরোপুরি বাতিল হয়নি, আমরা এর সম্পূর্ণ বাতিল চাই এবং ১৩তম সংশোধনী নিয়ে আপিল করব।”

আইনজীবী শরিফ ভূঁইয়া বলেন, “১৫তম সংশোধনী মামলার রায় ২০২৩ সালের ১৭ ডিসেম্বর দেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২৪ সালের ৮ জুলাই। আজ আমরা রায়ের কপি হাতে পেয়েছি।”

তিনি জানান, “রায়ে ১৫তম সংশোধনীর অনেক দিক অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটাকেও অবৈধ বলা হয়েছে। ফলে এই ব্যবস্থা আংশিকভাবে ফিরে এসেছে। তবে আপিল বিভাগের পূর্ববর্তী রায় থাকায় সম্পূর্ণ ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি।”

বিশ্লেষকরা বলছেন, পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রশ্নে আগামী দিনে দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে এই রায় ও আসন্ন আপিল।

RELATED NEWS

Latest News