Saturday, July 26, 2025
Homeরাজনীতিমাইলস্টোন ইস্যুকে পুঁজি করে নিজেদের পুনর্গঠন করছে আওয়ামী লীগ: এনসিপি নেতা হাসনাত

মাইলস্টোন ইস্যুকে পুঁজি করে নিজেদের পুনর্গঠন করছে আওয়ামী লীগ: এনসিপি নেতা হাসনাত

ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় আহ্বায়কের বক্তব্য

মাইলস্টোন ঘটনাকে রাজনৈতিক সুযোগ হিসেবে কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠন করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আবদুল কুদ্দুস মাখন পৌর মঞ্চে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে। কিন্তু এখন যা দেখছি, তা হলো আওয়ামী লীগ মাইলস্টোন ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আবারও নিজেদের সাজাচ্ছে।”

এ সময় তিনি সব রাজনৈতিক দলকে একত্র হয়ে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “দেশের স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকা থেকে এনসিপি নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে পৌর মঞ্চে গিয়ে সমাবেশে অংশ নেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।

সাবেক সরকারের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে হাসনাত বলেন, “আগের সরকার আমাদের জন্য একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা রেখে গেছে। রাস্তায় বের হলে বাস চাপা দেয়, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মৃত্যু ঘটে। উড়োজাহাজ দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা—সবকিছুর মধ্যে মৃত্যু। এই রাষ্ট্র কখনোই স্বাভাবিক মৃত্যুর অধিকার দেয়নি। আমরা এখন চাই, অন্তত প্রাকৃতিক মৃত্যুর অধিকার নিশ্চিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা চেয়েছিলাম একটি সংস্কারমূলক শাসনব্যবস্থা। অথচ আগের স্বাস্থ্য মন্ত্রীর অনার্স ছিল ইংরেজিতে, বর্তমানেরটি বাংলায়। একজনও কি উপযুক্ত চিকিৎসক ছিল না বাংলাদেশে যিনি এই স্বাস্থ্যখাতের নেতৃত্ব দিতে পারতেন? এটি জাতির জন্য লজ্জাজনক।”

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের স্বার্থে একটি দক্ষ ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান। রাজনৈতিক ঐক্য ও সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

RELATED NEWS

Latest News