Wednesday, July 2, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আঙুল মচকে হাসপাতালে স্মিথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আঙুল মচকে হাসপাতালে স্মিথ

ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর চোট পেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল মচকে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “স্টিভ স্মিথ ডান হাতের কনিষ্ঠ আঙুলে কম্পাউন্ড ডিসলোকেশন নিয়ে মাঠ ছেড়েছেন। তিনি মাঠেই অস্ট্রেলিয়ান মেডিকেল স্টাফের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে এক্স-রে ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।”

ম্যাচের ওই সময়ে দক্ষিণ আফ্রিকা ছিল ৭৬ রানে ২ উইকেট। ২৮২ রানের লক্ষ্যে রান তাড়া করছিল তারা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তখন মাত্র ২ রান নিয়ে ব্যাট করছিলেন। সেই সময় তার ব্যাটের কানায় লাগা বল দ্রুতগতিতে স্লিপে থাকা স্মিথের দিকে যায়। তবে অস্বাভাবিকভাবে সামনে দাঁড়িয়ে থাকা স্মিথ বলটি ধরতে গিয়ে চোট পান।

মাঠে চিকিৎসা শেষে স্পষ্টভাবে ব্যথায় কাতরাতে থাকা স্মিথ মাঠ ছাড়েন।

আরও পড়ুন: ইতিহাসের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান এর আগেই ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে মূল্যবান ৬৬ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ারে স্মিথের রান সংখ্যা ১০ হাজারের বেশি, গড় ৫৬-এরও বেশি।

এই চোট অস্ট্রেলিয়ার জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আগামী ২৫ জুন থেকে বার্বাডোজে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের তিন ম্যাচের টেস্ট সিরিজ। স্মিথের সেখানে খেলা এখন অনিশ্চিত।

অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট এখন স্মিথের সেরে ওঠার দিকে নজর রাখছে।

RELATED NEWS

Latest News