লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রথম দিনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ইনিংসে মাত্র ২১২ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শীর্ষ ব্যাটিং লাইনআপে তীব্র আঘাত হানে তারা।
দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৩ রানে ৪ উইকেট। এখনো ১৬৯ রানে পিছিয়ে রয়েছে টেম্বা বাভুমার দল।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক দারুণ শুরু এনে দেন। ইনিংসের শুরুতেই তিনি এডেন মার্করামকে শূন্য রানে ফিরিয়ে দেন। এরপর রায়ান রিকেলটনকে (১৬) আউট করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন।
তৃতীয় উইকেটে উইয়ান মুলডার মাত্র ছয় রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। মুলডার অবশ্য স্টার্কের বলে একবার জীবন পেয়েছিলেন, কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি।
অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ বলে প্রথম রান নেন। জোশ হ্যাজেলউডের বলে দুই রান নিয়ে প্রারম্ভ করেন তিনি। তবে দিনের শেষের দিকে ট্রিস্টান স্টাবসকেও বোল্ড করেন হ্যাজেলউড।
দিন শেষে ডেভিড বেডিনগাম আট রান নিয়ে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে শেষ দিকে টানা দুটি বাউন্ডারি ছিল উল্লেখযোগ্য। অপর প্রান্তে তিন রানে অপরাজিত রয়েছেন বাভুমা।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মেঘলা আবহাওয়ায় সুবিধা নেন ক্যাগিসো রাবাদা। এক ওভারেই উসমান খাজা (শূন্য) এবং ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলেন তিনি।
রাবাদার এই স্পেলে চার বলে দুটি উইকেট পড়ে যায়। তিনি দিনের শেষ পর্যন্ত ৫১ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন।
এদিকে মার্নাস লাবুশেন, যিনি ওপেনিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন, ১৭ রান করে আউট হন। এরপর ট্রাভিস হেড (১১) এবং স্টিভ স্মিথ (৬৬) চেষ্টা করেন ইনিংস মেরামতের। স্মিথ এবং বো ওয়েবস্টার (৭২) পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন।
তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে রাবাদার এক বল এলবিডব্লিউ হলেও দক্ষিণ আফ্রিকা রিভিউ না নেওয়ায় রক্ষা পান ওয়েবস্টার। পরে অবশ্য তিনিও ফিরতে বাধ্য হন।
শেষ দিকে অস্ট্রেলিয়া মাত্র ২০ রানে শেষ পাঁচ উইকেট হারায়। রাবাদাই স্টার্ককে বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসের ইতি টানেন।
আগামী দিনে এই ম্যাচে দুই দলের পেসারদের মধ্যেই মূল লড়াই গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া চাইবে নিজেদের লিড বাড়িয়ে নিতে এবং দ্রুত দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখতে।