Friday, September 26, 2025
Homeখেলাধুলামায়োর্কার বিপক্ষে ১-১ ড্রয়ে লা লিগায় হোঁচট খেল অ্যাটলেটিকো মাদ্রিদ

মায়োর্কার বিপক্ষে ১-১ ড্রয়ে লা লিগায় হোঁচট খেল অ্যাটলেটিকো মাদ্রিদ

পেনাল্টি মিস করলেন জুলিয়ান আলভারেজ, লাল কার্ডে মাঠ ছাড়লেন সোরলথ

লা লিগায় মৌসুমের হতাশাজনক সূচনা কাটিয়ে উঠতে পারল না অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার মায়োর্কার মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।

প্রথমার্ধে সুযোগ নষ্টের মিছিলে যোগ দেন জুলিয়ান আলভারেজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও পেনাল্টি শটে গোলরক্ষক লিও রোমানের কাছে থেমে যান তিনি। এছাড়া কাছ থেকে আরও একবার রোমানের চমৎকার সেভে গোল বঞ্চিত হন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

আক্রমণভাগে চাপ বাড়ালেও অ্যাটলেটিকো ৭২ মিনিটে বিপাকে পড়ে। অ্যালেক্সান্ডার সোরলথের লাল কার্ডে ১০ জনে নেমে আসে তারা। এরপরও ৭৭ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। মার্কোস ইয়োরেন্তের শট ফিরিয়ে দেন রোমান, কিন্তু রিবাউন্ডে গোল করেন কনর গ্যালাঘার।

শেষ মুহূর্তে সমতায় ফেরে মায়োর্কা। ৮৫ মিনিটে জান ভার্জিলির ক্রসে হেডে গোল করেন ভেদাত মুরিকি। ম্যাচের শেষদিকে জান ওবলাককে পরীক্ষা নেন পাবলো তোরে, তবে তার বাঁকানো শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক।

এই ড্রয়ে পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে লিগ টেবিলে ১২তম স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে শেষ মুহূর্তে হার এড়ানোয় কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ১৯তম স্থানে থাকা মায়োর্কা।

RELATED NEWS

Latest News