অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোড়ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত পোস্টে তিনি লেখেন, “BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। You’re not one of them—just co-opted temporarily।”
তার এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক হুঁশিয়ারি এবং ক্ষমতাকেন্দ্রিক অস্থিরতা সম্পর্কে একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন।
পোস্টে সজীব আরও বলেন, “আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আরকি।”
তিনি মন্তব্যের শেষাংশে লেখেন, “স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তা মূলত একটি নিরাশাবাদী মূল্যায়নের প্রকাশ, যেখানে দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসহীনতার প্রতিফলন ঘটেছে।
এর আগে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সময় উপদেষ্টাদের মধ্যে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
সজীবের পোস্টের ভাষ্য থেকে ধারণা করা যায়, রাজনৈতিক জোট ও ক্ষমতার লেনদেন নিয়ে তিনি উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক পক্ষগুলোর অবস্থান নিয়ে বিভিন্নমুখী আলোচনা চলছে।
এই প্রেক্ষাপটে একজন উপদেষ্টার সরাসরি ফেসবুক মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সরকারি ও বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে উত্তেজনা এবং পরস্পরের প্রতি অবিশ্বাসের বাস্তবতায় এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকারিভাবে এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।