আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দমনপ্রাপ্ত ব্যক্তির নিখোঁজ হওয়া হত্যার চেয়েও ভয়ঙ্কর একটি অপরাধ, এবং এটি প্রতিরোধ করতে শুধু আইন সংস্কার নয়, বরং প্রতিষ্ঠান পরিবর্তনও জরুরি।
শনিবার রাজধানীর গুলশানস্থ হোটেল আমারিতে “ন্যায় নিশ্চিতকরণ: দমনপ্রাপ্ত নিখোঁজের মোকাবেলায় বিচারব্যবস্থার ভূমিকা” শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি কমিশন অফ ইনকোয়েরি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে সহায়তা করেছে জাতিসংঘের মানবাধিকার উচ্চায়ন কমিশনারের দপ্তর (OHCHR)।
ড. নজরুল বিচারকদের উদ্দেশ্যে বলেন, সাহসী ও নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, “বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থান একদিন বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়ার সংস্কৃতিকে নির্মূল করবে।”
দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনাল থেকে প্রায় ৯০ জন বিচারক কর্মশালায় অংশ নেন, যা কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস পরিচালনা করেন।
