Monday, August 18, 2025
Homeজাতীয়ডাক্তারদের উদ্দেশে দুঃখপ্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ডাক্তারদের উদ্দেশে দুঃখপ্রকাশ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ফার্মাসিউটিক্যাল কোম্পানির ‘এজেন্ট’ মন্তব্যে সমালোচনার পর ফেসবুকে ব্যাখ্যা দিলেন তিনি

আইন উপদেষ্টা আসিফ নজরুল ডাক্তারদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়ার পর রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, কিছু চিকিৎসক ফার্মাসিউটিক্যাল কোম্পানির ‘এজেন্ট বা দালাল’ হিসেবে কাজ করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ মন্তব্যকে কেন্দ্র করে চিকিৎসক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডাক্তারদের সংগঠন ডিএবি, ন্যাশনাল ডক্টর্স ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি পৃথক বিবৃতিতে তার বক্তব্যের নিন্দা জানায়।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “অনুষ্ঠানে আমি প্রথমে রোগী হিসেবে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথা বলেছি। এরপর অন্যদের কাছ থেকে শোনা কিছু অভিযোগ উল্লেখ করি, তবে স্পষ্ট করে বলেছিলাম, এগুলো সব চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক চিকিৎসক সৎ ও নিবেদিতপ্রাণ। কিন্তু কিছু অভিযোগ থেকে যায়।”

তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যম তার বক্তব্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেনি। এতে মনে হয়েছে, তার সমালোচনা যেন পুরো চিকিৎসক সমাজকে উদ্দেশ করে করা হয়েছে।

“আমি পরিষ্কারভাবে বলছি, আমার মন্তব্য কেবল একটি অংশের জন্য ছিল, সবার জন্য নয়। সংবাদে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে অনেক সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক কষ্ট পেতে পারেন,” বলেন আসিফ নজরুল।

চিকিৎসকদের উদ্দেশে দুঃখপ্রকাশ করে তিনি আরও বলেন, “আমার মন্তব্যে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

একই সঙ্গে তিনি ডাক্তারদের আহ্বান জানান, যদি কোথাও এমন অভিযোগ সত্য হয়, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

RELATED NEWS

Latest News