এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) এশিয়া কাপ ২০২৫-এর ভেন্যু ও ম্যাচ সূচি ঘোষণা করেছে। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ম্যাচগুলো হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হবে। ১৩ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। তবে ১৫ সেপ্টেম্বরের দুটি ম্যাচের সময় কিছুটা ভিন্ন। ওই দিন আবুধাবিতে সন্ধ্যা ৬টায় ইউএই খেলবে ওমানের বিপক্ষে এবং রাত ৮টায় দুবাইয়ে শ্রীলঙ্কা মুখোমুখি হবে হংকংয়ের।
গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক ইউএই এবং ওমান। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার ফোর পর্বে যাবে। সেখানে প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একবার করে খেলবে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল ২৮ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
মোট ১৯টি ম্যাচের মধ্যে দুবাই আয়োজন করবে ১১টি এবং আবুধাবি ৮টি ম্যাচ, যার মধ্যে সুপার ফোরের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।