পবিত্র আশুরা উপলক্ষে রোববার ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে সকাল ১০টায় শোকমিছিল শুরু হয়।
তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা খালি পায়ে হেঁটে বুক চাপড়ে “হায় হোসেন, হায় হোসেন” ধ্বনি দিতে দিতে বিক্ষোভের মধ্য দিয়ে ইমাম হোসেনের শাহাদাতের স্মরণ করে।
মিছিলটি বকশীবাজার লেন, লালবাগ, শহীদ মাজার সড়ক, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি গেট নম্বর ৪ এবং সাতমসজিদ রোড ঘুরে ধানমন্ডি লেকের তীরে প্রতীকী কারবালা পয়েন্টে গিয়ে শেষ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাজিয়া মিছিলকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ধারালো অস্ত্র যেমন ছুরি, চাকু, বল্লম, তলোয়ার, লাঠি এবং আতশবাজি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আশুরার দিনটি মুসলিম বিশ্বে গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। শিয়া সম্প্রদায়ের কাছে এ দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত স্মরণে বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়।
এদিন ঢাকায় হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া এবং শহরের অন্যান্য স্থান থেকেও শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিল আয়োজন করে শিয়া সম্প্রদায়।
আশুরার তাজিয়া মিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় রাজধানীজুড়ে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ।