সরকার আবারও সেনা, নৌ ও বিমানবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে। নতুন মেয়াদ অনুযায়ী এই ক্ষমতা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ নভেম্বর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এছাড়া কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও একই ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবেন।
অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের এ ক্ষমতা দেয়, যা শুরুতে ৬০ দিনের জন্য কার্যকর ছিল। এরপর ১২ জানুয়ারি, ১৩ মার্চ, ১৩ মে ও ১৩ জুলাই এই বছরের মধ্যে চার দফায় এর মেয়াদ বাড়ানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার স্বার্থে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
