ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সোমবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে। আদালতের এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মোখতার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আনিসুল হকের নামে বনানী থানার আওতায় একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি নিরাপত্তার জন্য ইস্যুকৃত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে এসব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু আনিসুল হক নির্ধারিত সময় অতিক্রম করে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত সময়ে তাঁর অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে কোনো তথ্য জানাননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি।
এ পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গত ১৩ আগস্ট সাদারঘাট এলাকা থেকে জলপথে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয় এবং তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী তদন্ত কর্মকর্তারা দুই দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।