রূপান্তরিত নারী ক্রীড়াবিদ হিসেবে আন্তর্জাতিক নারী ক্রিকেটে খেলার আবেদন জানালেন অনয়া। তিনি পুরুষ থেকে নারী হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন। এবার তিনি সরাসরি আইসিসি ও বিসিসিআইয়ের কাছে আবেদন করেছেন ভারতীয় নারী দলের হয়ে খেলার সুযোগ পেতে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অনয়া। সেখানে তিনি বলেন, “রূপান্তরিত নারী ক্রীড়াবিদ হিসেবে আমার যাত্রার একটি বৈজ্ঞানিক প্রতিবেদন প্রথমবারের মতো সকলের সামনে আনছি। হরমোন চিকিৎসা ও শারীরিক পরিবর্তনের ফলে আমার শরীরে যে বাস্তব পরিবর্তন এসেছে, তা এতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।”
তিনি আরও জানান, এই তথ্যগুলো অনুমান বা কারও মতামতের উপর ভিত্তি করে নয়, বরং একান্তই বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং প্রমাণের উপর ভিত্তি করে তৈরি। অনয়ার দাবি, “আমি পুরো স্বচ্ছতা ও আস্থার সঙ্গে এই রিপোর্ট বিসিসিআই ও আইসিসির কাছে পাঠাব। আমি তথ্যভিত্তিক আলোচনায় বিশ্বাসী এবং আশা করি, সবার সহযোগিতায় আমার নিজের জন্য একটি জায়গা তৈরি করতে পারব।”
এর আগে অনয়া জানান, ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছেন। এই চিকিৎসার পর তার পেশির শক্তি, সহ্যশক্তি, গ্লুকোজ গ্রহণের মাত্রা ও অক্সিজেন গ্রহণের ক্ষমতা এখন একজন সাধারণ নারী ক্রীড়াবিদের মতো।
ভিডিওতে তিনি বলেন, “বিজ্ঞান বলছে যে আমি নারী দলে খেলার উপযুক্ত। এখন প্রশ্ন, গোটা বিশ্ব কি এই সত্য মেনে নেওয়ার জন্য প্রস্তুত?”
অনয়ার আবেদন ও বক্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। যদিও বিসিসিআই ও আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিষয়টি নারী ক্রীড়াক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।