Tuesday, October 7, 2025
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন, সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন, সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন সহ-সভাপতি, ২৫ সদস্যের মধ্যে ২০ জনই নতুন মুখ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন যুগের সূচনা হয়েছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁর সঙ্গে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক দুই অধিনায়ক ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

২৫ সদস্যের নতুন বোর্ডে ২০ জনই নতুন পরিচালক, যা দীর্ঘদিনের প্রশাসনিক স্থবিরতা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে।

ঢাকায় সোমবার অনুষ্ঠিত নির্বাচনে প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকসহ ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণে প্রশাসনিক দিক থেকে নতুন দিগন্ত উন্মোচনের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

তবে নির্বাচনে বিতর্কও ছিল। সরকারপক্ষীয় হস্তক্ষেপের অভিযোগে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ান।

সহকারী রিটার্নিং অফিসার ব্যারিস্টার রফিকুল হাসান বলেন, “আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এমনকি ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। তবুও আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করেছি।”

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনও বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত তা সম্ভব হয়েছে।”

তৃতীয় ক্যাটাগরির প্রার্থী দেবব্রত পাল বলেন, “ক্যাটাগরি-১ ও ২-এর নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। এমন অভিজ্ঞতা আমি কল্পনাও করিনি।”

১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা ৭৩.৭১ শতাংশ ভোটার উপস্থিতি নির্দেশ করে। প্রাক্তন ক্রিকেটার ও সরকারি সংস্থার প্রতিনিধিদের ক্যাটাগরি-৩ থেকে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

জেলা ও বিভাগীয় কোটা থেকে ঢাকা বিভাগে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম ১৫ ভোট করে পেয়ে নির্বাচিত হন, আর খুলনা বিভাগ থেকে জয়ী হন আব্দুর রাজ্জাক।

আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল, উন্নয়নে নতুন প্রতিশ্রুতি

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ক্লাব কোটা (ক্যাটাগরি-২), যেখানে ১২ পরিচালক নির্বাচিত হন। ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ সর্বোচ্চ ৪২ ভোট পান।

অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন আমজাদ হোসেন (৪১), মেহরাব আলম চৌধুরী (৪১), মকসেদুল কামাল (৪১), আদনান রহমান দীপন (৪০), ফয়জুর রহমান (৪০), আবুল বাশার শিপলু (৪০), মঞ্জুরুল আলম (৩৯), নাজমুল ইসলাম (৩৪) ও ইফতেখার রহমান মিঠু (৩৪)।

নির্বাচিত হওয়ার পর শানিয়ান তানিম বলেন, “আমি ক্রিকেট প্রশাসনে কাজ করতে চেয়েছি সবসময়। এখন সেই সুযোগ এসেছে।” সহকর্মী ইশতিয়াক সাদেক ও মেহরাব আলমও একই অনুভূতি প্রকাশ করেন। ফারুক আহমেদ বলেন, “ক্রিকেটে ফিরতে পেরে ভালো লাগছে। বুলবুল ভাইয়ের নেতৃত্বে কাজ করতে চাই।”

জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচিত হয়েছেন।

অভিজ্ঞ সাবেক ক্রিকেটার ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন বোর্ডকে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে এক নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, এ নেতৃত্ব দেশীয় কাঠামোকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান উন্নত করবে।

RELATED NEWS

Latest News