Monday, October 6, 2025
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল, উন্নয়নে নতুন প্রতিশ্রুতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল, উন্নয়নে নতুন প্রতিশ্রুতি

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে একতাবদ্ধভাবে কাজের অঙ্গীকার, সহসভাপতি হলেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং নবনির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেট উন্নয়নে নিজের গভীর অনুরাগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিসিবির সঙ্গে তাঁর যাত্রা এমন এক অভিজ্ঞতা যা তিনি ভালোবেসে ফেলেছেন।

বুলবুল বলেন, “আমি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়েছি। আমি স্বল্পমেয়াদে কাজ শুরু করেছিলাম, কিন্তু যখন সফলতা দেখতে শুরু করি, তখন বুঝি এ পথেই থাকতে হবে। আমার একমাত্র লক্ষ্য দেশের জন্য আরও কাজ করা।”

সোমবার অনাড়ম্বর বোর্ড নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। আগামী চার বছর তিনি দেশের ক্রিকেট প্রশাসন পরিচালনা করবেন। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

নতুন বোর্ডে ২৫ জন পরিচালক রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক খেলোয়াড়সহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিরা। তারা আর্থিক, গণমাধ্যম, বাণিজ্যিক, ডিজিটাল প্রযুক্তি ও মাঠ ব্যবস্থাপনাসহ নানা খাতে দক্ষতা নিয়ে এসেছেন।

বুলবুল বিশ্বাস প্রকাশ করেছেন, একসঙ্গে কাজ করলেই সফলতা আসবে। তিনি বলেন, “আমাদের দলে যারা আছেন, তাদের মধ্যে অনেকেই নতুন। সবাই মিলে কাজ করলে আমরা আরও ভালো ফল আনতে পারব।”

তিনি আরও জানান, “যখন আমি সভাপতি নির্বাচিত হই, তখন ফারুক আহমেদ আমার প্রস্তাবনা সমর্থন করেছিলেন। আর যখন ফারুক ভাই সহসভাপতি নির্বাচিত হন, তখন প্রস্তাবটি আমি দিয়েছিলাম। আমাদের কাছে পদমর্যাদার চেয়ে ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বুলবুল বলেন, “কে বোর্ডে আছে, কে নেই— সেটা বিষয় নয়। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করতে। বাংলাদেশ সবার।”

RELATED NEWS

Latest News