এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্বে পুরুষদের রিকার্ভ ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। শুক্রবার সিঙ্গাপুরের বুকিত গম্বাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ১৯ বছর বয়সী আলিফ ৬–৪ সেট পয়েন্টে হারান জাপানের গাকুটো মিয়াতাকে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে রিকার্ভ বিভাগে আলিফের অবস্থান ১৭৯। তিনি বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি, যিনি এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন। এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপের তৃতীয় পর্বে স্বর্ণ জিতেছিলেন।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন আলিফ। প্রথম সেটে ২৮ পয়েন্ট করে মিয়াতার ২৭ পয়েন্টকে হারিয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটেও ঘনিষ্ঠ ব্যবধানে জিতে নেন লিড। যদিও তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসেন জাপানি প্রতিপক্ষ, ফলে ম্যাচ গড়ায় শেষ সেটে।
পঞ্চম ও নির্ধারণী সেটে আবার নিজের সেরা ফর্মে ফেরেন আলিফ। নিখুঁত লক্ষ্যে ২৯ স্কোর করে মিয়াতার ২৬ কে ছাড়িয়ে যান এবং বাংলাদেশের জন্য নিয়ে আসেন গৌরবময় বিজয়।
আলিফের এই অর্জনে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা এসেছে। তরুণ প্রতিভাদের উন্নয়নে আরও মনোযোগী হতে এই সাফল্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।