Friday, November 14, 2025
Homeজাতীয়অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত অধ্যাপক আলী রিয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী নিযুক্ত অধ্যাপক আলী রিয়াজ

রাজনৈতিক বিজ্ঞানী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এবার প্রধান উপদেষ্টার সহকারী পদে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনৈতিক বিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ।

বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পালনকালীন তিনি সরকারের উপদেষ্টার মর্যাদা, বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে রাজনৈতিক বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।

গত বছরের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে তিনি রাজনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গঠনে কাজ করেন।

RELATED NEWS

Latest News