Sunday, August 31, 2025
Homeখেলাধুলাএএফসি'র ১৫০০ ডলার জরিমানা খেলোয়াড়ি দেরিতে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরায়

এএফসি’র ১৫০০ ডলার জরিমানা খেলোয়াড়ি দেরিতে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরায়

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বিলম্বের কারণে নিয়ম ভঙ্গ, ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের একটি ম্যাচে প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বিএফএফ) ১৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে।

ঘটনাটি ঘটেছে গত ১০ জুন ২০২৫ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের ফাইনাল রাউন্ডের ম্যাচে। ম্যাচটির দ্বিতীয়ার্ধ শুরুর ক্ষেত্রে দুই মিনিটেরও বেশি বিলম্ব হয়, যা এএফসি’র প্রতিযোগিতা পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা (Article 2.2 of the AFC Competition Operations Manual) অনুযায়ী একটি সুস্পষ্ট লঙ্ঘন।

এএফসি’র নৈতিকতা ও শৃঙ্খলা কমিটির তদন্তে উঠে আসে, এই বিলম্বের জন্য দায়ী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে ফেডারেশনকে জরিমানা করা হয়েছে এবং একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়া হয়েছে।

জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে। এটি এএফসি নৈতিকতা ও শৃঙ্খলা বিধিমালার (Article 11.3 of the AFC Disciplinary and Ethics Code) অধীনে বাধ্যতামূলক।

এএফসি জানিয়েছে, মাঠের শৃঙ্খলা ও নির্ধারিত সময় মেনে খেলা পরিচালনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। এমন লঙ্ঘন শুধু ম্যাচ পরিচালনার ব্যাঘাত ঘটায় না, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ফুটবল ভাবমূর্তিকেও ক্ষুন্ন করে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফুটবল বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ম্যাচে সময়ানুবর্তিতা নিশ্চিত করা একটি পেশাদার ফুটবল কাঠামোর অন্যতম ভিত্তি। তাই এমন পরিস্থিতিতে সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সমর্থক ও বিশ্লেষকেরা।

এদিকে, আসন্ন ম্যাচগুলোতে যাতে এ ধরনের ভুল পুনরায় না ঘটে, সে জন্য আরও কার্যকর প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছেন ফুটবল সংশ্লিষ্ট মহল।

RELATED NEWS

Latest News