উপদেষ্টা পরিষদ ‘জন প্রতিনিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (আরপিও)’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
নতুন এই সংশোধনীতে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল করা হয়েছে এবং “না ভোট” ব্যবস্থাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন।
বিকেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে বলেন, একক প্রার্থী থাকলে ভোটাররা এখন থেকে তাকে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করতে পারবেন।
তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন ২০১৪ সালের সাজানো নির্বাচন — ১৫৩ বা ১৫৪টি আসনে একক প্রার্থী ছিল। এমন নির্বাচন আর কখনো হওয়া উচিত নয়।”
উপদেষ্টা জানান, “যদি কোনো আসনে মাত্র একজন প্রার্থী থাকে, তাহলে ভোটাররা ‘না ভোট’ দিতে পারবেন। সেই ক্ষেত্রে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এই আরপিও সংশোধনী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর হবে।
উল্লেখ্য, “না ভোট” ব্যবস্থা প্রথম চালু হয়েছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে, কিন্তু পরের বছর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার এটি ২০০৯ সালের শুরুতে বাতিল করে।
