Friday, June 20, 2025
Homeঅর্থ-বাণিজ্যরূপপুরসহ ১০ মেগা প্রকল্পে কমছে এডিপি বরাদ্দ

রূপপুরসহ ১০ মেগা প্রকল্পে কমছে এডিপি বরাদ্দ

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
১৯ মে ২০২৫, ০৬:২১
বাণিজ্যিক ডেস্ক

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) দেশের ১০টি বড় প্রকল্পে মোট বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৬ হাজার ৪২৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় কাটছাঁট হয়েছে মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার বিদ্যুৎ প্রকল্পে, যেখানে প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা কমানো হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রকল্পে সময় ও নকশা সংশোধন, অপচয় রোধ এবং কিছু ক্ষেত্রে বাস্তবায়নে ধীরগতির কারণে বরাদ্দ কমানো হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৩৪ হাজার ৮১০ কোটি টাকা, যা সংশোধিত এডিপিতে দাঁড়ায় ৩০ হাজার ৫০৬ কোটি টাকা। নতুন অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ ২৮ হাজার ৩৮৭ কোটি টাকা।

বরাদ্দ কমানো প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বঙ্গবন্ধু রেলসেতু, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী-রামু-কক্সবাজার-গুনদুম রেলপথ, মেট্রোরেল লাইন-৬ এবং সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
মোট প্রকল্প ব্যয় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দ ছিল ১০ হাজার ৫০২ কোটি টাকা, যা কমিয়ে আগামী বছরে ১০ হাজার ১১ কোটি টাকা করা হয়েছে।

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প:
মোট ব্যয় ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা। চলতি বছরের বরাদ্দ ৬১০৫ কোটি টাকা থেকে আগামী বছরে কমিয়ে রাখা হয়েছে মাত্র ২০২ কোটি ৫০ লাখ টাকা।

মেট্রোরেল প্রকল্প:
লাইন-৬-এর বরাদ্দ কমে ১৩৪৭ কোটি টাকা, যা আগের তুলনায় ৬২৮ কোটি টাকা কম।
তবে মেট্রোরেল লাইন-১ প্রকল্পে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩১ কোটি টাকা, আগের বরাদ্দ ছিল ২০৪৩ কোটি টাকা।

পদ্মা সেতু রেল সংযোগ:
এ প্রকল্পে বরাদ্দ কমেছে ২৪৬১ কোটি টাকা, যা নতুন অর্থবছরে নির্ধারণ করা হয়েছে ১০৮৩ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে:
বরাদ্দ কমানো হয়েছে ৪৫৪ কোটি টাকা, নতুন বরাদ্দ ৩৩৪১ কোটি টাকা।

বঙ্গবন্ধু রেলসেতু ও অন্যান্য প্রকল্প:
বঙ্গবন্ধু রেলসেতুতে বরাদ্দ কমেছে ১ হাজার কোটি টাকা, বর্তমানে বরাদ্দ ১৫৫৯ কোটি টাকা।
দোহাজারী-রামু-কক্সবাজার-গুনদুম রেলপথ প্রকল্পেও বরাদ্দ কমিয়ে ধরা হয়েছে ৫৬২ কোটি টাকা, কারণ রামু-গুনদুম অংশ বাদ দেওয়া হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অপচয় রোধ, বাস্তবতা বিবেচনায় এবং সময়মতো বাস্তবায়ন সম্ভব এমন প্রকল্পকে গুরুত্ব দিয়েই বরাদ্দ পুনর্বিন্যাস করা হয়েছে। তিনি বলেন, “বরাদ্দ কমানো হলেও প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের সমস্যা হবে না।”

অর্থনীতিবিদরা বলছেন, এডিপি কাঠামোয় পরিমাণগত পরিবর্তনের পাশাপাশি গুণগত দক্ষতাও জরুরি। বড় প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা দরকার।

পরবর্তী বাজেট অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

RELATED NEWS

Latest News