রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার একেএম মাহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে পুলিশ ভ্যানচালক আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনায় তারা জড়িত। তার হাতে গভীর জখম হয়েছে। বর্তমানে আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে আটক বাকি ব্যক্তিদের পরিচয় যাচাই করছে পুলিশ। এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযান মঙ্গলবার ভোররাত ৩টা পর্যন্ত আদাবর ও মোহাম্মদপুর এলাকায় চলছিল বলে জানিয়েছেন সহকারী কমিশনার একেএম মাহেদী হাসান।
ঘটনার সূত্রপাত সোমবার রাত ১১টার দিকে। পুলিশ জানায়, স্থানীয় একটি গ্যারেজে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধ নিয়ে ৯৯৯ এ ফোন আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাংয়ের দুইজন কুখ্যাত সদস্য হঠাৎ আক্রমণ চালায়। তারা পুলিশ ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা আল-আমিনকে কুপিয়ে গুরুতর আহত করে।
পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।