ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় আগামী নির্বাচনে তার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজহাগাম (টিভিকে) নিয়ে এককভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার চেন্নাইয়ে এক সমাবেশে জানান, মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে আহ্বান জানান, মাদুরাইয়ের সব আসনে মানুষ যেন টিভিকে প্রার্থীকে ভোট দেন।
মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বক্তৃতা করেন বিজয়। তিনি বলেন, তার দল কোনোভাবেই তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে বা জাতীয় পর্যায়ের দল বিজেপির সঙ্গে জোট করবে না। এককভাবে রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করাই তাদের লক্ষ্য।
৫১ বছর বয়সী এই অভিনেতা বলেন, “আমি সিংহ। আমি আমার এলাকা চিহ্নিত করছি। টিভিকে একটি অপ্রতিরোধ্য শক্তি, যা আধিপত্য বিস্তার করতে এসেছে।” তার এই অবস্থান বিজেপির সহযোগী এআইএডিএমকের সঙ্গেও সম্ভাব্য জোটের সুযোগ বন্ধ করে দেয়।
বিজয় আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন হবে ডিএমকে ও টিভিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। তার ভাষায়, “আমার একমাত্র মতাদর্শিক শত্রু বিজেপি এবং একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে।”
অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয় জনগণের কাছে তার দলের মূল প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, টিভিকের রাজনীতি বাস্তব, আবেগপূর্ণ এবং মানুষের কল্যাণের জন্য। নারীর নিরাপত্তা, প্রবীণ ও শিশুদের সুরক্ষা তার দলের অগ্রাধিকার হবে। পাশাপাশি কৃষক, যুবক, তৃতীয় লিঙ্গের মানুষ, অবহেলিত প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ নীতি নেওয়া হবে।
বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছেন। ইতিপূর্বে এমজি রামাচন্দ্রন, জয়ললিতা, কারুণানিধির মতো অভিনেতা-রাজনীতিবিদরা রাজ্যে দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছেন। এবার বিজয়ের রাজনৈতিক যাত্রা কতদূর এগোয়, তা নজরে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।