কৃষককে ব্যবসায়ী দেখিয়ে ব্যাংক থেকে প্রায় ৩১ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার পরিবারের সদস্য এবং ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের চারজন সহকারী পরিচালক বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাগুলো দায়ের করেন। কার্যালয়টির উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারপারসন রুখমিলা জামান, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি ও আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামাল চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সাবেক পরিচালক বশির আহমেদ। বশির আহমেদকে চারটি মামলারই প্রধান আসামি করা হয়েছে।
