আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সায়েদ হত্যা মামলায়।
সোমবার সকালে প্রধান প্রসিকিউটরের দপ্তর এ অভিযোগপত্র দাখিল করে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।
এক ক্ষুদেবার্তায় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আবু সায়েদ হত্যা মামলার অভিযোগপত্র জমা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে ট্রাইব্যুনাল থেকে এ তথ্য তিনি পেয়েছেন।
এর আগে রবিবার প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে অভিযোগপত্র জমা দিতে পারেননি।
গত ২৪ জুন তদন্ত সংস্থা প্রধান প্রসিকিউটরের দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনকে অভিযুক্ত করা হয়।
২০২৩ সালের ১৬ জুলাই রংপুরে বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আবু সায়েদ। ওই সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিচ্ছিলেন।
আবু সায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র।
এই ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম নতুন পর্বে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।