ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১০:১৩
নিজস্ব প্রতিবেদক
তদন্ত কমিটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে
তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেশত্যাগ সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে উচ্চ পর্যায়ের তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে কমিটির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।
তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, ডিজিএফআই, ইমিগ্রেশন বিভাগ এবং নিরাপত্তা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তদন্তে উঠে এসেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ মে দিবাগত রাতে ভিআইপি গেট দিয়ে শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করে লাউঞ্জে দীর্ঘ সময় অবস্থান করেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্বে থাকা ইমিগ্রেশন কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন:
তদন্ত কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, লাউঞ্জে কারা দায়িত্ব পালন করছিলেন এবং কারা উপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখা হয়েছে। তদন্ত শেষে কমিটি বিমানবন্দরের কনফারেন্স রুম-১-এ রুদ্ধদার বৈঠক করে বিস্তারিত পর্যবেক্ষণ নথিভুক্ত করে।
ঘটনার পরপরই এক অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।