Tuesday, September 9, 2025
Homeআন্তর্জাতিকলন্ডনে বিক্ষোভে ৮৯০ জন গ্রেপ্তার

লন্ডনে বিক্ষোভে ৮৯০ জন গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচি ঘিরে পুলিশের অভিযান

লন্ডনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে আয়োজিত বিক্ষোভ থেকে ৮৯০ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। রোববার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এর মধ্যে ৮৫৭ জনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এবং আরও ৩৩ জনকে ভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

শনিবারের ওই কর্মসূচিতে অংশ নিয়ে কেউ সন্ত্রাসবিরোধী আইনের লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া ছাড়া পুলিশের আর কোনো বিকল্প থাকে না বলে জানান মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্লেয়ার স্মার্ট।

যুক্তরাজ্য সরকার চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটির বিরুদ্ধে রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিতে দুটি বিমানে ভাঙচুরসহ কয়েকটি ঘটনায় প্রায় ৭০ লাখ পাউন্ড ক্ষতির অভিযোগ রয়েছে।

তবে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ নিষেধাজ্ঞাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে। যদিও ব্রিটিশ সরকার বলছে, সাধারণ মানুষ প্রো-প্যালেস্টাইন কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

শনিবারের বিক্ষোভে আনুমানিক দেড় হাজার মানুষ সংসদ ভবনের বাইরে জড়ো হন। এ সময় পুলিশের ওপর হামলা ও অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৩৩ জনের মধ্যে ১৭ জন পুলিশের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত।

প্রতিবাদী সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিজ (ডিওজে) জানিয়েছে, তাদের ‘লিফট দ্য ব্যান’ সমাবেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। অনেক গ্রেপ্তার হওয়া ব্যক্তির বয়স বেশি বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এসব মামলায় দোষী সাব্যস্ত হলে অধিকাংশের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। তবে আয়োজকরা সর্বোচ্চ ১৪ বছরের সাজা পেতে পারেন।

প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ইয়েভেট কুপার প্যালেস্টাইন অ্যাকশনকে ‘আক্রমণাত্মক ও ভয় প্রদর্শনকারী কার্যকলাপের মাধ্যমে জনগণ ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানানোর’ অভিযোগ করেছেন।

এদিকে সমাবেশে অংশ নেওয়া ৬০ বছর বয়সী এক ব্যবসায়ী বলেন, সন্ত্রাসবাদী সংগঠনকে সন্ত্রাসবাদীই বলা উচিত, তবে কোনো মতের বিরোধিতা করার কারণে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে সংগঠনকে নিষিদ্ধ করা উচিত নয়।

এই সমাবেশের সময় গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসেবে নতুন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

RELATED NEWS

Latest News