হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রে নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপ নম্বর ৩-এ ওয়ার্কওভার কার্যক্রম শেষে এ গ্যাস আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেত্রটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বৈদ্য।
রবিবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, নতুন এই কূপ থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এতে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হলো।
সূত্র জানায়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রমে ব্যয় হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বর্তমান মূল্য হিসেবে এর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।
প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি কূপ থেকে কনডেনসেটও উত্তোলন করা যাবে, যা জ্বালানি উৎপাদনে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, নতুন এ গ্যাস উত্তোলন দেশের বিদ্যুৎ ও শিল্পখাতে জ্বালানি সরবরাহে সহায়ক ভূমিকা রাখবে।
এ আবিষ্কারকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। তারা আশা করছেন, গ্যাসক্ষেত্রের নতুন উৎপাদন দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।