Monday, September 8, 2025
Homeজাতীয়গোয়ালন্দের ঘটনার পর বিভাজনের ঊর্ধ্বে ওঠার আহ্বান প্রধান বিচারপতির

গোয়ালন্দের ঘটনার পর বিভাজনের ঊর্ধ্বে ওঠার আহ্বান প্রধান বিচারপতির

রাজবাড়ীতে নুরাল পাগলার লাশ উত্তোলন ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক, যিনি নুরাল পাগলা নামে পরিচিত, তাঁর লাশ উত্তোলন করে আগুনে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সাইদ রফাত আহমেদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিতে বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার রাজধানীর কাকরাইল আর্চবিশপ হাউসে ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ কোভাকাদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “যত বাধাই আসুক, আমাদের বিভাজনের ঊর্ধ্বে উঠতে হবে। আজ আমি সংবিধান ও মদিনার সনদের আদর্শ নিয়ে কথা বলেছি। এসব আদর্শ অর্জন করতে হলে প্রতিবন্ধকতা ও ব্যাঘাত পেরোতে হবে। কিন্তু পিছিয়ে যাওয়া যাবে না। ধর্ম, লিঙ্গ, জাতি বা বর্ণ কোনো কিছুর ভিত্তিতেই বিভাজন তৈরি করা যাবে না। আমাদের একসঙ্গে বসে এসব ঘটনার মূল কারণ খুঁজে বের করতে হবে।”

সংবিধানিক গণতন্ত্র গণঅভ্যুত্থানের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাধা আসবেই, কিন্তু সেগুলোতে নিরুৎসাহিত হওয়া যাবে না। এগিয়ে যেতে হবে।”

ঘটনার মূল কারণ পারস্পরিক আস্থার ঘাটতি নাকি রাজনৈতিক প্রভাব—এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, “অনেক সময় আমরা মনে করি রাষ্ট্র বা সমাজ আমাদের প্রত্যাশা পূরণ করছে না। আবার প্রশ্ন হলো, আমরা কি খুব বেশি প্রত্যাশা করছি? আমরা কি খুব দ্রুত অনেক কিছু চাইছি? আমাদের একটু সহনশীল, ধৈর্যশীল ও বাস্তববাদী হতে হবে।”

এদিন কার্ডিনাল জর্জ কোভাকাদের নেতৃত্বে ভ্যাটিকানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা পৌঁছায় এবং কাকরাইল আর্চবিশপ হাউসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

RELATED NEWS

Latest News