Saturday, September 6, 2025
Homeখেলাধুলাক্রিকেটজয়ের পথে ফখর জামান ও আবরার আহমেদ, ফাইনালে পাকিস্তান

জয়ের পথে ফখর জামান ও আবরার আহমেদ, ফাইনালে পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনাল নিশ্চিত করল পাকিস্তান

ফখর জামানের ঝড়ো ব্যাটিং আর আবরার আহমেদের দুর্দান্ত বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। বৃহস্পতিবার আবুধাবিতে হওয়া ম্যাচে পাকিস্তান ৩১ রানের জয় তুলে নেয়।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১১.৩ ওভারে ৫ উইকেটে ৮০ রানেই চাপে পড়ে দল। ওপেনার সাইম আইয়ুব করেন ১১ রান, সাহিবজাদা ফারহান ১৬, অধিনায়ক সালমান আগা ৭, মোহাম্মদ হারিস ১৪ এবং হাসান নবাজ আউট হন মাত্র ৪ রানে।

চাপের মুহূর্তে দায়িত্ব নেন ফখর জামান। মাত্র ৪৪ বলে অপরাজিত ৭৭ রান করে দলের হাল ধরেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা। তাকে সঙ্গ দেন মোহাম্মদ নবাজ। তিনি ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন। ষষ্ঠ উইকেটে দুজন মিলে ৫১ বলে ৯১ রানের জুটি গড়ে পাকিস্তানকে চাঙ্গা করে তোলেন। শেষ পাঁচ ওভারে আসে ৭৪ রান, শেষ দুই ওভারে ৪২।

জমানের ব্যাট থেকে শেষ ওভারে টানা পাঁচটি চার আসে। অন্যদিকে নবাজ জুনায়েদ সিদ্দিকীর এক ওভারেই তিনটি চার ও একটি ছক্কা হাঁকান। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান দাঁড় করায় ১৭১ রান।

পাকিস্তানের বোলিং আক্রমণে ভেঙে পড়ে সংযুক্ত আরব আমিরাত। ওপেনার আলিশান শরফু একাই লড়াই করেন। ৫১ বলে ৬৮ রান করেন তিনি, যাতে চারটি ছক্কা ও সমান চারটি চার ছিল। কিন্তু অন্য প্রান্তে কেউ সঙ্গ দিতে পারেননি।

স্পিনার আবরার আহমেদ ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে তুলে নেন চার উইকেট। এর আগে তার সেরা ছিল বাংলাদেশর বিপক্ষে ৩-১৯। এদিন হায়দার আলি দুই উইকেট নেন ১৭ রান খরচে।

ইউএই’র পাওয়ার হিটার মোহাম্মদ ওয়াসিম ১৯ রানে এবং আসিফ খান ৭ রানে আউট হন। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেনি।

এই জয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল পাকিস্তান। এর ফলে শুধু ফাইনালে জায়গা নিশ্চিত হয়নি, আফগানিস্তানও শেষ ম্যাচের আগে নিশ্চিত করেছে ফাইনাল খেলা। ফাইনাল হবে আগামী রোববার।

RELATED NEWS

Latest News