Wednesday, September 3, 2025
Homeরাজনীতিচট্টগ্রামে ছাত্র-জন আন্দোলনের ঘটনায় শেখ হাসিনা ও ১৮১ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ছাত্র-জন আন্দোলনের ঘটনায় শেখ হাসিনা ও ১৮১ জনের বিরুদ্ধে মামলা

অভিযোগ, সরকারবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আক্রমণ করা হয়েছে

চট্টগ্রামের আদালতে গত বছরের ছাত্র-জন আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে আক্রমণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৮১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার এক যুবক একেএম নূরুল্লাহ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বাক্কর সিদ্দিকের আদালতে সোমবার মামলা দায়ের করেন। অভিযোগকারীর আইনজীবী তাসনিম আক্তার নিশাত জানিয়েছেন, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক গৃহমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অফিস সেক্রেটারি বিপ্লব বড়ুয়া, সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিকুর রহমান, সি আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং সাবেক সিএমপি কমিশনার সাইফুল আলম।

মামলায় উল্লেখ রয়েছে, ২০২১ সালের ১৮ মার্চ মারা যাওয়া চকবাজারের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টুও আসামি হিসেবে যুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট নিউ মার্কেট চৌরাস্তা এলাকায় ছাত্র-জন আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থকরা এক প্ররোচিত সহিংস হামলা চালান। অভিযুক্তদের নির্দেশে অরক্ষিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারভাবে গুলি চালানো হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আক্রমণের ফলে অভিযোগকারী গুরুতর আহত হন। তার পায় থেকে প্রায় ১৬টি গুলি বের করা হয়েছিল, তবে তার শরীরে আরও ১২-১৩টি গুলি রয়ে গেছে। মামলায় উল্লেখযোগ্যভাবে কোটবাড়ি থানার ৩০-৪০ অচিহ্নিত কর্মকর্তা এবং ৫০-৬০ জন আওয়ামী লীগ নেতা ও কর্মীকে আসামি করা হয়েছে।

RELATED NEWS

Latest News