নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। সিরিজে জয়লাভের পেছনে দলের ভেতরে তৈরি হওয়া নতুন পরিবেশকে বড় কারণ হিসেবে দেখছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
সোমবার সিলেটে দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের প্রতিটি খেলোয়াড়কে এখন নিজেদের মতো করে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে।
তানজিদ বলেন, “পুরো দলকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সবাই নিজেদের মতো করে খেলতে পারছে। কার কী ভূমিকা তা স্পষ্ট করে বলা আছে। আর কিভাবে মাঠে সেটা বাস্তবায়ন করতে হবে, সেটাও দলীয় ব্যবস্থাপনা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “দলের ভেতরে এখন সবার ভূমিকা নির্ধারিত। সেই সঙ্গে রয়েছে স্বাধীনভাবে খেলার সুযোগ। মূল বিষয় হলো মাঠে গিয়ে সেই ভূমিকা কিভাবে বাস্তবায়ন করা যায়। আমি মনে করি হ্যাঁ, আমরা এখন সেই স্বাধীনতা পাচ্ছি।”
বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যে এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ব্যবস্থাপনার দেওয়া স্বাধীনতাকেই বড় শক্তি হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাঁদের মতে, তরুণদের আত্মবিশ্বাসী হয়ে খেলার সুযোগ তৈরি হওয়ায় দল ভবিষ্যতে আরও ভালো ফল পেতে পারে।