আশুলিয়ায় গ্রেপ্তার হয়েছেন যুবলীগ নেতা রাজন ভূঁইয়া (২৯)। তার বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে, যার মধ্যে সাতটি গত বছরের আন্দোলন-সংক্রান্ত।
সোমবার বিকেলে আশুলিয়ার নারসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাতের দিকে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায়, রাজন ভূঁইয়া গত বছরের সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে একাধিকবার সহিংস হামলার নেতৃত্ব দেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া আন্দোলনের বাইরে আরও ১৮টি মামলায় তিনি আসামি। এসব মামলার মধ্যে রয়েছে হামলা, ভাঙচুর ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ।
রাজন ভূঁইয়া যুবলীগের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশের দাবি, তার গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।