Monday, September 1, 2025
Homeবিনোদনভেনিস চলচ্চিত্র উৎসবে গিলের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এর বিশ্ব প্রিমিয়ার

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিলের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এর বিশ্ব প্রিমিয়ার

অস্কার আইজাক ও জ্যাকব এলরোডি অভিনীত ছবিটি নেটফ্লিক্সের বড় পুরস্কার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করছে

ভেনিস চলচ্চিত্র উৎসবে শনিবার বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে গিলের্মো দেল তোরোর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ফ্রাঙ্কেনস্টাইন’। ছবিটিতে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রে অভিনয় করেছেন অস্কার আইজাক এবং দানব চরিত্রে রয়েছেন জ্যাকব এলরোডি। নেটফ্লিক্স প্রযোজিত এই ছবি চলতি বছর বড় পুরস্কার মৌসুমের অন্যতম আলোচিত প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে।

মেরি শেলির ক্লাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে দীর্ঘদিনের স্বপ্নের কথা জানালেন দেল তোরো। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “এটি সেই ছবি, যার জন্য আমি ৩০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলাম।”

প্রিমিয়ারের দিন উৎসব প্রাঙ্গণে ভিন্ন পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে। লাল গালিচার বাইরে গাজা ইস্যুতে একটি শান্তিপূর্ণ মিছিলের পরিকল্পনা করা হয়েছে, যার সমাপ্তি হবে উৎসবস্থলের কাছেই। আয়োজকেরা জানিয়েছেন, তারা এই সুযোগে আন্তর্জাতিক মনোযোগ গাজা পরিস্থিতির দিকে নিতে চান।

২০১৭ সালে ভেনিস উৎসবে দেল তোরোর শেষ উপস্থিতি ছিল ‘দ্য শেপ অব ওয়াটার’ নিয়ে। সেই ছবি উৎসবের সেরা পুরস্কার জেতার পাশাপাশি ২০১৮ সালে অস্কারে সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে। নেটফ্লিক্স এখনও পর্যন্ত সেরা ছবির অস্কার জেতেনি, তবে তারা ‘ফ্রাঙ্কেনস্টাইন’ নিয়ে বড় বাজি ধরেছে। দেল তোরোর সর্বশেষ ছবি ‘পিনোকিও’ নেটফ্লিক্সকে প্রথম সেরা অ্যানিমেটেড ফিল্মের অস্কার এনে দেয়।

এই বছর ভেনিসে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ প্রতিযোগিতায় থাকছে ইয়োরগস লানথিমসের ‘বুগোনিয়া’, ক্যাথরিন বিগেলোর ‘আ হাউস অব ডায়নামাইট’, পার্ক চান-উকের ‘নো আদার চয়েস’ এবং কাওথার বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ এর সঙ্গে। ৬ সেপ্টেম্বর আলেকজান্ডার পেইন নেতৃত্বাধীন জুরি বিজয়ীদের নাম ঘোষণা করবে।

নেটফ্লিক্স জানিয়েছে, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ প্রথমে ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এরপর ৭ নভেম্বর থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে।

RELATED NEWS

Latest News