ভারতের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এক মৌসুম পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৫২ বছর বয়সী দ্রাবিড়কে দলের কাঠামোগত পরিবর্তনের পর একটি বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। রাজস্থানের বিবৃতিতে বলা হয়, “প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের দায়িত্ব আইপিএল ২০২৬ মৌসুম শুরুর আগে শেষ হবে।”
২০২৪ সালের টি-টোয়েন্টি আসরের আগে রাজস্থানে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দ্রাবিড়। তবে দলটি হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে দশ দলের মধ্যে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে এবং প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।
ফ্র্যাঞ্চাইজিটি জানায়, “রাজস্থানের দীর্ঘ যাত্রায় রাহুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বহু খেলোয়াড়কে অনুপ্রাণিত করেছে, দলের ভেতরে দৃঢ় মূল্যবোধ তৈরি করেছে এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে স্থায়ী ছাপ রেখে গেছে।”
রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে খেলোয়াড় হিসেবে। পরের দুই মৌসুমে (২০১২ ও ২০১৩) তিনি দলের অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে পরিচালক এবং ২০১৫ সালে দলের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।
টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে ১৬৪ ম্যাচে ১৩ হাজার ২৮৮ রান করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন তিনি ২০১২ সালে।