বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কেবল বাঙালিদের নয়, বরং দেশে বৈধভাবে বসবাসকারী সব নৃগোষ্ঠীর। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে।
শনিবার ভিডিও বার্তার মাধ্যমে ময়মনসিংহসহ ১২ জেলার ৩৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সম্মেলনে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে কেন্দ্র থেকে শুরু করে সব পর্যায়ের দলীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছে। এর লক্ষ্য হলো পাহাড় ও সমতলে বসবাসকারী জনগণের অধিকার রক্ষা করা।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের প্রতিটি নৃগোষ্ঠী আলাদা রঙের মতো, আর এই বৈচিত্র্যের সমন্বয়েই তৈরি হয় রঙধনুর মতো একটি জাতি। আমাদের লক্ষ্য ঐক্য ও বৈচিত্র্যের মধ্যে সমন্বয়, যেখানে বাঙালি ও অ-বাঙালি নাগরিক একসঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গড়তে পারবে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি পাহাড়ি ও সমতল অঞ্চলের উন্নয়নে ইতিমধ্যেই দলটির ৩১ দফা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহযোগিতা চান। তিনি বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবার ঐক্য প্রয়োজন।