Saturday, August 30, 2025
Homeঅর্থ-বাণিজ্যপ্রতি কেজি ২৪ টাকায় আটা বিক্রি করবে সরকার

প্রতি কেজি ২৪ টাকায় আটা বিক্রি করবে সরকার

১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত বিক্রয়কেন্দ্রে মিলবে আটা কম দামে

বাজার স্থিতিশীল রাখতে সরকার ১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি ২৪ টাকায় আটা বিক্রি শুরু করবে। এ কার্যক্রম চলমান ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচির পাশাপাশি চালু থাকবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি উপজেলা পর্যায়ের বিক্রয়কেন্দ্রে কর্মদিবসে প্রতিদিন এক টন করে আটা বরাদ্দ দেওয়া হবে। নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী দামে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বর্তমানে ওএমএস কর্মসূচি সারাদেশে চালু আছে। এর আওতায় সিটি করপোরেশন, শ্রমঘন জেলা বা উপজেলা ও জেলা সদর পৌরসভায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত অর্থবছরে ওএমএস কর্মসূচির মাধ্যমে ৭৫ হাজার ৪৭৫ টন চাল এবং ৭৪ হাজার ৬৭০ টন গম বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছর ২০২৫-২৬ এ ১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত ওএমএসের মাধ্যমে ৭১ হাজার ৭০৭ টন চাল এবং ৬৫ হাজার ১৪৮ টন গম বিতরণ করা হয়েছে। শুধু ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে ২৯ হাজার ৩৮০ টন চাল এবং ২৫ হাজার ৬৮০ টন গম বিতরণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে খোলা আটা ঢাকাসহ দেশের বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের নতুন উদ্যোগ কার্যকর হলে ভোক্তারা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা পর্যন্ত সাশ্রয় করবেন।

ওএমএস কার্যক্রম ছাড়াও খাদ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে ৫ কেজির প্যাকেটে প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি করছে।

RELATED NEWS

Latest News