Sunday, August 24, 2025
Homeখেলাধুলাগ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে বাধাদৌড়ে আধিপত্য তানভীর ও রোখসানার

গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে বাধাদৌড়ে আধিপত্য তানভীর ও রোখসানার

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের তৃতীয় দিনে একাধিক ইভেন্টে পদক জয়

১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিন বাধাদৌড় ছিল মূল আকর্ষণ। এদিন বাংলাদেশ সেনাবাহিনীর তানভীর ফয়সাল ও নোয়াখালীর রোখসানা বেগম নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করেন।

রোখসানা বেগম নারী বিভাগে ১০০ মিটার হার্ডলসে স্বর্ণ জয় করেছেন ১৫ সেকেন্ড সময়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিকসেও তিনি একই ইভেন্টে সেরা হয়েছিলেন। ধারাবাহিক সাফল্যে তিনি এ ইভেন্টে নিজের প্রাধান্য বজায় রেখেছেন।

পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর স্প্রিন্টার তানভীর ফয়সাল জিতেছেন টানা তৃতীয় স্বর্ণপদক। টানা তিনবার চ্যাম্পিয়ন হলেও তিনি জানান, প্রথম স্বর্ণ জয়ই ছিল সবচেয়ে স্মরণীয়।

এ ছাড়া দিনের অন্যান্য ইভেন্টেও একাধিক খেলোয়াড় উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। সেনাবাহিনীর নাজমুল হাসান রনি পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন, আর একই ইভেন্টে নারী বিভাগে সেরা হয়েছেন বারশা খাতুন।

নৌবাহিনীর জাফরিন আক্তার নারী বিভাগে ডিসকাস থ্রোতে স্বর্ণ পান। পুলিশ দলের মনিরুল মোল্লা পুরুষদের লং জাম্পে শিরোপা জেতেন। পুরুষদের শট পুটে নৌবাহিনীর গোলাম সারোয়ার বজায় রেখেছেন নিজের আধিপত্য।

আজ শেষ দিনের ফাইনাল ইভেন্টের মাধ্যমে পর্দা নামবে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের।

RELATED NEWS

Latest News