নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম্প পদত্যাগ করেছেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ঐক্যমতে পৌঁছাতে না পারায় তিনি এ সিদ্ধান্ত নেন।
ডাচ সংবাদ সংস্থা এএনপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেল্ডকাম্প বলেন, তিনি ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর মতো কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। তার প্রস্তাবিত পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হলেও মন্ত্রিসভার ধারাবাহিক বৈঠকে তীব্র বিরোধিতার মুখে পড়ে।
গত মাসে তিনি ঘোষণা করেছিলেন, ইসরায়েলের ডানপন্থী দুই মন্ত্রী ইটামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচ নেদারল্যান্ডসে অনাকাঙ্ক্ষিত। বৃহস্পতিবার তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে চাইলেও পরে স্বীকার করেন যে, আগামী কয়েক সপ্তাহ বা মাসে তা কার্যকর করার মতো পরিস্থিতি তার নেই।
তিনি বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেভাবে প্রয়োজন মনে করি, সেভাবে দিকনির্দেশনা দিতে পারছি না। এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার নেদারল্যান্ডসসহ ২১টি দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ অনুমোদনকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়।
ফেল্ডকাম্পের পদত্যাগ নেদারল্যান্ডস সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।