সেতু কর্তৃপক্ষের চলমান আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগের কারণে ২৭০টি নির্মাণাধীন ফ্ল্যাটের অস্থায়ী বরাদ্দ বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কাবির খান। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রকল্পে ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ প্রক্রিয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদনে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হলে তার ভিত্তিতেই বোর্ড বরাদ্দ বাতিলের সুপারিশ অনুমোদন করে।
ফলে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ২৭০টি ফ্ল্যাটের বরাদ্দ আর কার্যকর থাকছে না।
সরকারি সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরও কঠোর নজরদারি করা হবে।