Thursday, August 21, 2025
Homeখেলাধুলাপ্রথম ওয়ানডেতে বল হাতে সাফল্য, কিন্তু সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড সুব্রায়েন

প্রথম ওয়ানডেতে বল হাতে সাফল্য, কিন্তু সন্দেহজনক বোলিং অ্যাকশনে রিপোর্টেড সুব্রায়েন

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই সমস্যায় পড়লেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই বিতর্কে জড়ালেন দক্ষিণ আফ্রিকার অফস্পিনার প্রেনেলান সুব্রায়েন। কেয়ার্নসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বল হাতে সাফল্য পেলেও ম্যাচ শেষে তাঁকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে রিপোর্ট করেছে ম্যাচ অফিসিয়ালরা।

৩১ বছর বয়সী সুব্রায়েন প্রথম ম্যাচেই নিজের পুরো ১০ ওভার বল করে ৪৬ রান দিয়ে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডকে আউট করেন। তবে তাঁর অ্যাকশন নিয়ে আম্পায়ার ও ম্যাচ রেফারির নজরে প্রশ্ন ওঠে।

এর আগে চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে সুব্রায়েন প্রথম ইনিংসে চার উইকেট শিকার করে নজর কাড়েন। ওয়ানডে অভিষেকেও তিনি প্রমাণ করেছিলেন তাঁর সামর্থ্য। কিন্তু অভিযোগের কারণে সামনে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, এখন তাঁকে অনুমোদিত ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। ফলাফল না আসা পর্যন্ত চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি আর খেলতে পারবেন না।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয় পায়। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আগামী ২২ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

RELATED NEWS

Latest News