নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার প্রথম ধাপে ১৪৩টি আবেদনকৃত দলের মধ্যে ১২১টি দলকে বাদ দিয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন কমিশনের উপসচিব মাহবুব আলম শাহ।
তিনি জানান, যেসব দলের আবেদন বাতিল করা হয়েছে তাদেরকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে। এর আগে কমিশন আবেদনপত্রে ত্রুটি সংশোধনের জন্য সব দলকে অতিরিক্ত সময় দিয়েছিল।
আবেদন করা দলগুলোর মধ্যে ৮৪টি কমিশনের আহ্বানে সাড়া দিয়ে সংশোধিত কাগজপত্র জমা দেয়। তবে এর মধ্যে ৬২ দলের সংশোধনী ছিল অপ্রতুল। ফলে কমিশন তাদের আবেদন গ্রহণ করেনি।
এদিকে প্রাথমিকভাবে নির্বাচিত ২২টি দলের কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। কমিশন মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে যাতে দলগুলোর দেওয়া তথ্য সঠিক কি না তা নিশ্চিত করা যায়। নির্বাচিত দলগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) সহ আরও কয়েকটি নতুন দল।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে কোন কোন দল নিবন্ধনের অনুমোদন পাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।