কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি অস্তিত্বহীন মিনি স্টেডিয়াম প্রকল্পকে ঘিরে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার একটি দল সম্প্রতি এ বিষয়ে মাঠপর্যায়ে অনুসন্ধান চালায়। তদন্তের শুরুতে দলটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সঙ্গে বৈঠক করে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে।
পরে তারা অভিযোগকৃত মিনি স্টেডিয়াম স্থাপনের নির্ধারিত স্থানে পরিদর্শনে যান। কিন্তু সেখানে প্রকল্প বাস্তবায়নের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
দুদক সূত্র জানায়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত টিমকে আশ্বস্ত করা হয়েছে যে প্রকল্প-সংক্রান্ত সব নথি দ্রুত সরবরাহ করা হবে। প্রাথমিক পর্যবেক্ষণে তদন্ত দল অভিযোগের কিছুটা সত্যতা পেয়েছে।
দুদক কর্মকর্তারা জানান, সব নথিপত্র সংগ্রহ ও বিশদভাবে পর্যালোচনা শেষে বিষয়টি নিয়ে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।